ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক | ||||||
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক | ||||||
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক | ||||||
চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক | ||||||
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন | ||||||
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার | ||||||
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক… | ||||||
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক | ||||||
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক | ||||||
ভালোবাসা
তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক by niloy ahmed. |
Sunday, 29 September 2013
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক valobasha tomar ghore bristh hoye neme asuk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment