Sunday 8 February 2015

jodi ar ektu somoy petam

jodi ar ektu somoy petam,
kotha rakhbar,pashe thakbar
karone ba okarone nam dore kache dakbar.....
ar ektu ronge jodi hridoy ke rangiye jetam.........
jodi ar ektu somoy petam,
jodi ar ektu somoy petam..............

aro gan diye jodi ovosor gulo voratam
pran vora aro khushi mutho mutho jodi choratam....
aro kichu asha diye jibon ke jagiye jetam....
jodi ar ektu somoy petam,
jodi ar ektu somoy petam..........

jodi ar ektu somoy petam
valobasbar,sukhe basbar...
chokhero duyar diye monero gohone asbar.......

pathor vanga se pothe,katar badha ke soratam
paye paye aro jodi cholar nishata voratam
prane prane ar ektu dhola jodi lagiye jetam
jodi ar ektu somoy petam,
jodi ar ektu somoy petam,

jodi ar ektu somoy petam,
kotha rakhbar,pashe thakbar
karone ba okarone nam dore kache dakbar.....
ar ektu ronge jodi hridoy ke rangiye jetam.........
jodi ar ektu somoy petam,
jodi ar ektu somoy petam..............

Thursday 5 February 2015

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালোবাসা রাজিয়া .
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ও… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার ভালোবাসা রাজিয়া .
এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার ভালোবাসা রাজিয়া .
এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার ভালোবাসা রাজিয়া .
তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ও… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া
তুমি আমার শুধু আমার ভালোবাসা রাজিয়া.
তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালোবাসা রাজিয়া.

Friday 23 January 2015

shudu tomar jonno akhon

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...
jodi tumi vule jao
a mone betha dao
bachbenato ai jibon...

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

hridoye tomar chobi
a vuke tumi....
ki kore vujai koto valobashi ami.
jodi tumi dure jao
a mone betha dao bachbenato a jibon.

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

hazar bochor jodi paigo somoy
a mone tumi robe r kru noy
jodi tumi vule jao
a mone betha dao
 bachbenato a jibon...

shudu tomar jonno akhon,
koto shopno dekhe mon...

Friday 16 January 2015

ami rojoni gondha fuler moto gondho bilate chai

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।
বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

Wednesday 14 January 2015

shudu ektibar bol valobashi

শুধু একটি বার বল ভালবাসি
তোমাকে আর কোনদিন ভালবাসতে হবে না।
মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।
আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।
আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ আমাকে ভালবেসেছিল।
আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
কাছে আস বা না আস, তাতে আমার কোন আপত্তি নেই।
হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব
কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।
কয়েক সেকেন্ড এর জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে
আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
এর জন্য তুমি কি চাও?
হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা
পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।
কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে
পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।
হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে
কিন্তু তুমিতো আর আমার হলে না।
কি হবে ভরে এই শুন্য হৃদয় ?
আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক
পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও
প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ “ভালবাসি”
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।

amaro porane jaha chay

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।

bujinito ami

বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।
সোনা দানা মোহরের বদলে
আসে না তো সে যে করো দখলে
প্রাসাদ ছেড়ে আমি পথে তাই নামি
বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তে আমি।।
সবকিছু অধিকারে আসে না
বিনা সুখে কারো মন হাসে না।।
সুখের খোঁজে আমি যেতে যেতে থামি
বুঝিনি তো আমি
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা সবচেয়ে দামী
বুঝিনি তো আমি।।

bahir bole dure thakuk

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।
ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Tuesday 13 January 2015

ami ager thikanay achi

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
লা লা লা লা
আমি আগের ঠিকানায় আছি
চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে(২)
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি
আমি আগের ঠিকানায় আছি
লা লা লা লা লা লা…………
সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর(২)
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি

Monday 12 January 2015

bol tui amay chere kothay jabi

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাঁচিনা।
এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ
রাখবি দূরে।।
যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।

Sunday 11 January 2015

ekta chilo sonar konna

একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও
দৌঁড়াইয়া চলি ।
কন্যার ছিল দীঘল চুল, তাহার
কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল
ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না ।
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না।। 

bro obelay pelam tomay

বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে ?
কি করে বলো রব একলা
ফিরে দেখো আছি দাঁড়িয়ে
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায়
না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
শুনছো কি তুমি আমাকে,
ছিলে আমার হয়ে পুরোটাই_
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই....

meye tumi ki dukkho cheno,cheno na....

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে দুঃখ চেনো, চেনো না
মেয়ে ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে

Sunday 4 January 2015

tomar ghore bash kore kara ..

তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে ছবি আঁকে এক মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে সুর তোলে এক তারে
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ঐ আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না

premi o premi dekha dao tumi

premi o premi dekha dao tumi,
tomay khoje asa a valobasha ki bujon,
premi o premi dekha dao tumi,
tomay dake asha a valobasha ki sunona.
moner maje tumi  moner maje tumi
moner maje tumi  aa moner maje tumi


ai pothe tumi ki cholecho kichu age.
tomari surovi bashe je unurage...
bolona eka choli ki kore
viroho betha vuli ki kore
keno hay ajo dilena dekhaaaaaaa

premi o premi dekha dao tumi,
tomay khoje asa a valobasha ki bujon,
premi o premi dekha dao tumi,
tomay dake asha a valobasha ki sunona.
moner maje tumi  moner maje tumi
moner maje tumi  aa moner maje tumi

ai mone ontore tumi je sudhu tumi
ki kore ai kotha tomake janai ami
tomari chobi duchokhe vashe
sediner kotha mone je ashe
nijeke lage je boro ekaaaaaaaaaaa

premi o premi dekha dao tumi,
tomay khoje asa a valobasha ki bujon,
premi o premi dekha dao tumi,
tomay dake asha a valobasha ki sunona.
moner maje tumi  moner maje tumi
moner maje tumi  aa moner maje tumi

Saturday 3 January 2015

jokhon porbena mor payer chinno ai bate

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি–
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি– আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥