Friday 15 November 2013

ajker akashe onek tara

ajker akashe onek tara
din chilo shurje vora
ajker josonata aro shundor
shondhata agun laga
ajker prithibi toamr jonno
vore thaka valolaga
mukhorito hobe din gane gane
agamir shomvabonay
tumi ei dine prithibite eshecho shuveccha tomay
tai onagoto khon hok aro shundor ujjol din kamonay
Aj jonmodin toamr....


by niloy ahmed.

melecho chokh, udeche dulo

♫♪মেলেছো চোখ, উড়েছে ধুলো,
দুরের পালক তোমাকে ছুলো
তবু আজি আমি রাজি
চাঁপা ঠোঁটে কথা ফোটে
শোনো .....আমাকে রাখো চোখের কিনারে.... গোপন মিনারে ....

ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিন হোক
ওড়নার পাশে সেফটি -পিন ও হোক
বিকেলের নাম Al Pacino হোক
খেয়ালি ছাতে !

কফি কাপে একা ঠোঁট ছোয়ানো দিন,
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন
যে কোনো রাতে !

জানি দেখা হবে....ঠোঁটের ভেতরে ...ঘুমের আদরে ...

চকমকি মনে মন জ্বালাতে চাই
দিনে ব্যালকনি , বৃষ্টি রাতে চাই
পিছুডাকে ঘুম সাজাতে চাই
বিছানা ঘিরে ...

ছোট lamp-shade অল্প আলো তার
চুল খুলে কে রূপ বাড়ালো তার
তুমি বোঝো নাকি মন্দ ভালো তার
যেও না ফিরে...

জানি দেখা হবে.... রাতের সোহাগে ...তোমার পরাগে

মেলেছো চোখ, উড়েছে ধুলো
দুরের পালক তোমাকে ছুলো
তবু আজি আমি রাজি
চাঁপা ঠোঁটে কথা ফোটে
শোনো .....আমাকে রাখো চোখের কিনারে.... গোপন মিনারে ....♫♪


by niloy ahmed

Saturday 9 November 2013

thomke jay prithibi

থমকে যায় পৃথিবী
চমকে চায় ঐ আকাশ,

এই চোখেতে ও খোদা ,তারই তো বসবাস।
জান্নাত সে তো খুজি না,
তোমায় ছাড়া ভাবিনা,
বৃষ্টি হয়ে পড় ঝরে, মেঘ হয়ে থেকোনা.

ওরে প্রিয়া, পাপিয়া এসোনা,
চাইনা সোনা ,হীরের কনা ,মন তো সুফিয়ানা।

ও খোদা ,ও খোদা ,জানো তুমি তো সদা.
তাকে ছাড়া এই দুনিয়া একলা কি হবেনা?
ওরে প্রিয়া ,পাপিয়া এসোনা.
চাইনা সোনা ,হীরের কনা ,মন তো সুফিয়ানা।

থমকে যায় পৃথিবী
চমকে চায় ঐ আকাশ,
এই চোখেতে ও খোদা ,তারই তো বসবাস।

by niloy ahmed.

khub jante icche kore

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।
by niloy ahmed.

Saturday 2 November 2013

Sraboner megh gulo joro holo akashe

Sraboner megh gulo joro holo akashe
Ojhore nambe bujhi sraboner jhoraye !!
Aaj keno mon udashi hoye
Dur ojana’e chai harate !!
Sraboner megh gulo joro holo akashe
Ojhore nambe bujhi sraboner jhoraye !

Kobitar boi shobe khulechi
Himel hawaie mon bhijeche
Janalar pashe chapa madhobi
Bagaan bilashi hena duleche !!

Aaj keno mon udashi hoye
Dur ojana’e chai harate
Megheder juddho shunechi
Shikto akaash kede choleche
Themeche hasher jol kheli
Pothiker paaye haata themeche !!

Aaj keno mon udashi hoye
Dur ojana’e chai harate !!
Sraboner megh gulo joro holo akashe
Ojhore nambe bujhi sraboner jhoraye !!!


by niloy ahmed.