Saturday 1 February 2014

tumi dorja nao khulte paro,,kobita


তুমি দরজা নাও খুলতে পারো
আমি কি পাখি যে সারারাত ভাঙ্গাগলায় তোমাকে
ডাকতে পারবো,
আমি কি নদীর ঢেউ যে আছড়ে পড়তে পারবো
তোমার দুয়ারে এসে,
এমন কি কেউ যে অবিরাম করাঘাত করতে করতে
চেনা কণ্ঠে বলতে পারবো,
দরজা খোলো;

আমি তেমন কেউ নই,
নদীর ঢেউ নই,
রাতের পাখি নই,
পুরনো প্রেমিক নই
যার মৃদু করাঘাতে বিশ্বস্ত ডাকে তুমি তৎক্ষণাৎ
দরজা খুলে দেবে।

আমি জলের স্রোতের মতো, বাতাসের
কাঁপা কণ্ঠস্বরের মতো
অস্থির শিশিরবিন্দুর মতো নিঃশব্দে তোমার
পায়ে ঝরে পড়ি
সেই জল কখনো তোমার চোখে পড়ে, কখনো পড়ে না;
এই সামান্য সঞ্চয় নিয়ে আমি তোমার কাছে খুব
বেশি কী চাইতে পারি?

তুমি ডাক শুনতে পারো, নাও পারো
ফিরে তাকাতে পারো, নাও পারো,
তখনই দরজা খুলে আমাকে অভ্যর্থনা জানাবে
সেতো আশাই করি না।

hariye giyechi, aito joruri khobor

হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার 
তক্ষক ডাকা নিশুতিতে 
রূপকথা শুনে শিউরে উঠে না গা 
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল (২) 
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় 
হারিয়ে যাওয়ার কোনো মানে নেই (২) 
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেনও ডাক আসে (২)
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার 
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ 
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন যদি কোনোদিন 
যদি কোনোদিন যদি কোনোদিন

by niloy ahmed...........................

Uro megh - tor mone ami lagam debo _

Uro megh - tor mone ami lagam debo _ 
toke niye matir buke ghore badhbo _
Ami jiteo here jabo,
shudhu tori karone _ 
Ami jiteo here jabo shudhu tori karone ,
tui shudhu valobasha dish..................................
Uro megh - tor mone ami lagam debo _ 
toke niye matir buke ghore badhbo _

by niloy ahmed.

ferari somoy ferenato ghore

ফেরারী সময় ফেরে নাতো ঘরে
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়(২)
ফেরারী তুমি আসো না ফিরে
ছাদেয়াল ঘুড়ি কার আকাশে ওড়ে(২)
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়
চির চাওয়া চাঁদ থাকে চির দূরে
জোছনা ফেরারী আসে না দুয়ারে(২)
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়
ফেরারী সময় ফেরে নাতো ঘরে
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়

by niloy ahmed.

tumi chaile bristy, megh o chilo raji

♪তুমি চাইলে বৃষ্টি, মেঘ-ও ছিল রাজি
অপেক্ষা শুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান
সাদা রঙের স্বপ্নগুলো দিলো নাকো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া,
ছন্নছাড়া- - - - -
তুমি চাইলে জ্যোৎস্না, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে, জ্যোৎস্না এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা

by niloy ahmed.

Tumi Dure Dure R Thekona,

Tumi Dure Dure R Thekona,
Ei Choke Cheye Dhekona,
Tumi Valoveshe Amake Oi Hridoye Bedhe Rakho Na.
Tumi Dure Dure R thekona........
Aj Tumay Ami Ane Devo Jochona,
Tumi Kache Eshe Amar Pase Boshona.
Prem Er Dhorja Khulona,
Valovashi Bolo Na.
Tumi Dure Dure R Thekona,
Ei Choke Cheye Dhekona..........
Tumar Prem E Ami Projapoti Hobo,
Phule Phule Ure Valovashar Khota Kobo,
Tumi Amai Kache Dakona,
Prem Er Shurovi Makho Na...
Tumi Dure Dure R Thekona,
Ei Choke Cheye Dhekona,
Tumi Valoveshe Amake Oi Hridoye Bedhe Rakho Na.
Tumi Dure Dure R thekona.......


by niloy ahmed.