Saturday, 26 October 2013

jar chaya poreche moneri aynate

যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, ও গো তুমি নয়

হৃদয়ে আমার সুরের আবেশ।
ছড়িয়ে দিলে গো।।

তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে।
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।

চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো।
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।
by niloy ahmed.

No comments:

Post a Comment