Saturday, 1 February 2014

tumi chaile bristy, megh o chilo raji

♪তুমি চাইলে বৃষ্টি, মেঘ-ও ছিল রাজি
অপেক্ষা শুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান
সাদা রঙের স্বপ্নগুলো দিলো নাকো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া,
ছন্নছাড়া- - - - -
তুমি চাইলে জ্যোৎস্না, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে, জ্যোৎস্না এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা

by niloy ahmed.

No comments:

Post a Comment