যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম…
তোমাকে স্পর্শ, থাকতো না অধরা;
এতোটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া…
এতোটা ভালোবাসা, তবুও হয় না দেয়া;
তোমাকে স্পর্শ, থাকতো না অধরা;
এতোটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া…
এতোটা ভালোবাসা, তবুও হয় না দেয়া;
আবেগী বর্ষায়…ভালোবাসার কবিতা লিখে,
দৃষ্টির সীমানায় মন চাই তোমাকে…
এতোটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া…
এতোটা ভালোবাসা, তবুও হয় না দেয়া;
দৃষ্টির সীমানায় মন চাই তোমাকে…
এতোটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া…
এতোটা ভালোবাসা, তবুও হয় না দেয়া;
অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে…
চাঁদ হারিয়ে যায় রাত ফুরাবার আগে;
এতোটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া…
এতোটা ভালোবাসা, তবুও হয় না দেয়া
চাঁদ হারিয়ে যায় রাত ফুরাবার আগে;
এতোটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া…
এতোটা ভালোবাসা, তবুও হয় না দেয়া
No comments:
Post a Comment