Thursday, 14 August 2014

o gan oyala arekta gan sunao

ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।
ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।
এই পালটানো সময়
সে ফিরবে কি ফিরবে না জানা নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।
কৈশরে শেষ হওয়া
রঙচঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে।
এই ফাটকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।

No comments:

Post a Comment