তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে-চুড়ে শতবার
রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়...।।
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া ...
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে-চুড়ে শতবার
রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়...।।
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া ...
No comments:
Post a Comment