যদি ভুলে যাও না হয় আমাকে,
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে।।
বুঝে নিও তুমি এই আমাকে।।
ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না,
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।
বুঝে নিও তুমি এই আমাকে।।
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।
বুঝে নিও তুমি এই আমাকে।।
supperV
ReplyDeleteI like it.
ReplyDeleteI like it.
ReplyDeleteOcham
ReplyDeleteOcham
ReplyDeleteOcham
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2 lain miss yasea
ReplyDeleteI love this song. Thank you
ReplyDeletethanks all.
ReplyDeleteJodi vule jao ( যদি ভুলে যাও ) by polin
ReplyDeletecovered by Nahid and jakaria.
hope you will like it.
https://youtu.be/8eU7okllxeQ
Jodi vule jao ( যদি ভুলে যাও ) by polin
ReplyDeletecovered by Nahid and jakaria.
hope you will like it.
https://youtu.be/8eU7okllxeQ
আমার জীবনের সব চেয়ে সেটা গান
ReplyDelete