থমকে যায় পৃথিবী
চমকে চায় ঐ আকাশ,
এই চোখেতে ও খোদা ,তারই তো বসবাস।
জান্নাত সে তো খুজি না,
তোমায় ছাড়া ভাবিনা,
বৃষ্টি হয়ে পড় ঝরে, মেঘ হয়ে থেকোনা.
ওরে প্রিয়া, পাপিয়া এসোনা,
চাইনা সোনা ,হীরের কনা ,মন তো সুফিয়ানা।
ও খোদা ,ও খোদা ,জানো তুমি তো সদা.
তাকে ছাড়া এই দুনিয়া একলা কি হবেনা?
ওরে প্রিয়া ,পাপিয়া এসোনা.
চাইনা সোনা ,হীরের কনা ,মন তো সুফিয়ানা।
থমকে যায় পৃথিবী
চমকে চায় ঐ আকাশ,
এই চোখেতে ও খোদা ,তারই তো বসবাস।
by niloy ahmed.
ganer link ta dite parben?
ReplyDeleteBro, song tar title & singer k..???? Pls kindly janaben
ReplyDeleteMonto Sufiana by Rafat @Toufiqur
ReplyDelete