Saturday, 9 November 2013

thomke jay prithibi

থমকে যায় পৃথিবী
চমকে চায় ঐ আকাশ,

এই চোখেতে ও খোদা ,তারই তো বসবাস।
জান্নাত সে তো খুজি না,
তোমায় ছাড়া ভাবিনা,
বৃষ্টি হয়ে পড় ঝরে, মেঘ হয়ে থেকোনা.

ওরে প্রিয়া, পাপিয়া এসোনা,
চাইনা সোনা ,হীরের কনা ,মন তো সুফিয়ানা।

ও খোদা ,ও খোদা ,জানো তুমি তো সদা.
তাকে ছাড়া এই দুনিয়া একলা কি হবেনা?
ওরে প্রিয়া ,পাপিয়া এসোনা.
চাইনা সোনা ,হীরের কনা ,মন তো সুফিয়ানা।

থমকে যায় পৃথিবী
চমকে চায় ঐ আকাশ,
এই চোখেতে ও খোদা ,তারই তো বসবাস।

by niloy ahmed.

3 comments: