♫♪মেলেছো চোখ, উড়েছে ধুলো,
দুরের পালক তোমাকে ছুলো
তবু আজি আমি রাজি
চাঁপা ঠোঁটে কথা ফোটে
শোনো .....আমাকে রাখো চোখের কিনারে.... গোপন মিনারে ....
ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিন হোক
ওড়নার পাশে সেফটি -পিন ও হোক
বিকেলের নাম Al Pacino হোক
খেয়ালি ছাতে !
কফি কাপে একা ঠোঁট ছোয়ানো দিন,
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন
যে কোনো রাতে !
জানি দেখা হবে....ঠোঁটের ভেতরে ...ঘুমের আদরে ...
চকমকি মনে মন জ্বালাতে চাই
দিনে ব্যালকনি , বৃষ্টি রাতে চাই
পিছুডাকে ঘুম সাজাতে চাই
বিছানা ঘিরে ...
ছোট lamp-shade অল্প আলো তার
চুল খুলে কে রূপ বাড়ালো তার
তুমি বোঝো নাকি মন্দ ভালো তার
যেও না ফিরে...
জানি দেখা হবে.... রাতের সোহাগে ...তোমার পরাগে
মেলেছো চোখ, উড়েছে ধুলো
দুরের পালক তোমাকে ছুলো
তবু আজি আমি রাজি
চাঁপা ঠোঁটে কথা ফোটে
শোনো .....আমাকে রাখো চোখের কিনারে.... গোপন মিনারে ....♫♪
by niloy ahmed
দুরের পালক তোমাকে ছুলো
তবু আজি আমি রাজি
চাঁপা ঠোঁটে কথা ফোটে
শোনো .....আমাকে রাখো চোখের কিনারে.... গোপন মিনারে ....
ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিন হোক
ওড়নার পাশে সেফটি -পিন ও হোক
বিকেলের নাম Al Pacino হোক
খেয়ালি ছাতে !
কফি কাপে একা ঠোঁট ছোয়ানো দিন,
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন
যে কোনো রাতে !
জানি দেখা হবে....ঠোঁটের ভেতরে ...ঘুমের আদরে ...
চকমকি মনে মন জ্বালাতে চাই
দিনে ব্যালকনি , বৃষ্টি রাতে চাই
পিছুডাকে ঘুম সাজাতে চাই
বিছানা ঘিরে ...
ছোট lamp-shade অল্প আলো তার
চুল খুলে কে রূপ বাড়ালো তার
তুমি বোঝো নাকি মন্দ ভালো তার
যেও না ফিরে...
জানি দেখা হবে.... রাতের সোহাগে ...তোমার পরাগে
মেলেছো চোখ, উড়েছে ধুলো
দুরের পালক তোমাকে ছুলো
তবু আজি আমি রাজি
চাঁপা ঠোঁটে কথা ফোটে
শোনো .....আমাকে রাখো চোখের কিনারে.... গোপন মিনারে ....♫♪
by niloy ahmed
Very poor work
ReplyDeleteKhub sundar gaan....😍😍
ReplyDelete