Tuesday, 3 June 2014

jibon gelo tomar khije bondhu tumi koi

জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই (২)
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
আষাঢ় মাসে আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও কেঁদেছে অনেক(২)
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই (২)
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই

No comments:

Post a Comment