Wednesday, 18 June 2014

jokhon chand ghumiye pore

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
শুধু আমি জ়েগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে
পড়িনা আর সেই কবিতা
দেখি না যে আর জোসনা
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে
মেঘের দেশে কি তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে

No comments:

Post a Comment