Tuesday, 17 June 2014

tumi akasher buke bishalotar upoma

তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা।
আমি তোমাকে গড়ি ভেঙেচূরে শতবার।
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়।
এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া।
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে হে
থমকে সে যাবে জীবন গতি সে কি তোমার অজানা?
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়।
এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া।

No comments:

Post a Comment