Saturday, 19 April 2014

bol tui amay chere kothay robi

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা।

এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে,
যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা।
by niloy ahmed.

No comments:

Post a Comment