Tuesday, 29 April 2014

ektu jodi takao tumi megh gulo hoy sona

একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

আসবে বলে ঐ যে দেখ মেঘেরা দাঁড়িয়ে
আকাশটা কে দেখি চল
মেঘটাকে তাড়িয়ে (২)
গামাপ গামাপ ননি ধামাপা নি নি ধা

আসবে বলে ঐ যে দেখ মেঘেরা দাঁড়িয়ে
আকাশটা কে দেখি চল
মেঘটাকে তাড়িয়ে (২)

মেঘের মতো হাটবো দুজন হাত কেন রাখছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

চল দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনব যে ছিনিয়ে
গামাপ গামাপ ননি ধামাপা নি নি ধা
চল দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনব যে ছিনিয়ে
আমার মত কেন তুমি মন খুলে রাখছ না
মেয়েআকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না


by niloy ahmed.

No comments:

Post a Comment