Wednesday, 30 April 2014

চুপচাপ চারিদিক মাতাল এক হাওয়া chupchap charidik matal ek haowa

চুপচাপ চারিদিক মাতাল এক হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারায়,
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি।
নিঃশব্দে এলে তুমি আমারই ভূবনে
গোধূলী হয় রবে তুমি আমারই চিরকাল।
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি।
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
ও… কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি  
by niloy ahmed.

No comments:

Post a Comment