Tuesday, 29 April 2014

চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে/ chandni posore ke amare shoron kore

 চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে
তারে চিনিনা মি
সে আমারে চিনে..

বাহিরে চান্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না..


সে আমারে থারে থারে ঈশারায় কয়
এই চান্দের রাইতে তোমার হইছে গো সময়
ঘরছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত..

by niloy ahmed.

1 comment: