একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও
দৌঁড়াইয়া চলি ।
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও
দৌঁড়াইয়া চলি ।
কন্যার ছিল দীঘল চুল, তাহার
কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল
ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না ।
কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল
ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না ।
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না।।
No comments:
Post a Comment