Sunday, 11 January 2015

ekta chilo sonar konna

একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও
দৌঁড়াইয়া চলি ।
কন্যার ছিল দীঘল চুল, তাহার
কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল
ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না ।
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না।। 

No comments:

Post a Comment