Friday 16 January 2015

ami rojoni gondha fuler moto gondho bilate chai

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।
বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

No comments:

Post a Comment