Tuesday, 13 January 2015

ami ager thikanay achi

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
লা লা লা লা
আমি আগের ঠিকানায় আছি
চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে(২)
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি
আমি আগের ঠিকানায় আছি
লা লা লা লা লা লা…………
সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর(২)
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি
আমি আগের ঠিকানায় আছি

1 comment:

  1. Thanks you,,,

    Real and cheap YouTube views to purchase. USA views and high retention views as well. http://smmworkshop.com

    ReplyDelete