তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে ছবি আঁকে এক মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে ছবি আঁকে এক মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে সুর তোলে এক তারে
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ঐ আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ঐ আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
This comment has been removed by the author.
ReplyDeleteKothin gan dela large......
ReplyDeleteGood
ReplyDeleteএই গানের গীতিকার ও সুরকার কে?
ReplyDelete