Sunday, 4 January 2015

tomar ghore bash kore kara ..

তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে ছবি আঁকে এক মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে সুর তোলে এক তারে
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ঐ আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না

4 comments: