আমি ক্ষয়ে যাব একদিন।।
___________ ছোঁয়া
___________ ছোঁয়া
কিছু কিছু কষ্ট আছে যা কাওকেই বলা যায়না,
কিছু কিছু কষ্ট আছে,যা কাগজের ডায়েরিতেও স্থান পায়না।।
আমার কষ্ট কি এতই সস্তা?যে,যাকে তাকে বিলিয়ে দেব??
বিশ্বাসের অমর্যাদা করে কষ্টের ভাগিদার?
নিতান্তই সস্তা মানসিকতা!!!
মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে।
চুপিসারে একটু সুখের বিনিময়ে হাত পেতে কষ্ট নিতে চাও?
সময়ের ব্যবধানে কষ্ট গুলি ক্ষয়ে ক্ষয়ে যায়,
কিছু স্মৃতিতে মরচে পরে বিস্মৃত হয়ে যায়।।
আমার কষ্ট গুলো যে এসবের পর্যায়ে পড়েনা,
তাইতো আঁকড়ে ধরে রাখি,কাওকেই ভাগ দেইনা।।
ভয় হয়_________ বড্ড ভয়!!!
ভুলের মাঝে হারিয়ে ফেলবো না তো নিজেকে???
কিংবা,আমার সরলতা মার খাবে না তো হাজারো কপটতার মাঝে???
আমি ক্ষয়ে যাব একদিন____
আমার কষ্ট গুলো থেকে যাবে...
ওই নীল আকাশের মাঝে।।
চিনে নিও তখন এই আমাকে।।
No comments:
Post a Comment