Sunday, 11 May 2014

keno chole gele dure...

কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে

বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর (২)
আজ এই ঝড় এসে
বাধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার

কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে
 by niloy ahmed.

No comments:

Post a Comment