মোর প্রিয়া হবে এস রানী দেব খোপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দুল
কন্ঠে তোমার পরাব বালিকা হংস শাড়ীর দোলানো মালিকা
বিজলী জরিণ ফিতায় বাধিব মেঘ রং এলো চুল
বিজলী জরিণ ফিতায় বাধিব মেঘ রং এলো চুল
জোছনার সাথে চন্দন দিয়া মাখাব তোমার গায়ে
রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়
রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়
আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল
মোর প্রিয়া হবে এস রানী দেব খোপায় তারার ফুল//
তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল
মোর প্রিয়া হবে এস রানী দেব খোপায় তারার ফুল//
by niloy ahmed.
No comments:
Post a Comment