Saturday, 31 May 2014

ektu darabe ki ekhoni nambe bristy

একটু দাঁড়াবে কী?
এখুনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা।
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।
চারদিকে নামছে আঁধার
থাক না আরো কিছুক্ষন
ভালবেসে যাব দু'জনে
ঝড়ে যাবে ব্যথার শ্রাবণ।
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।।

by niloy ahmed.

No comments:

Post a Comment