Monday, 5 May 2014

o amar bondhu go chiro sathi poth cholar

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার।
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই, হায়, বলবো শতবার.

by niloy ahmed.

19 comments:

  1. Jokhon ii song ta shuni toto bar ii oonk onk balo ja bolar bahire.. :-)

    ReplyDelete
  2. One of my favorite song. Thanks a lot for the lyrics.

    Rashed, clipping path service

    ReplyDelete
  3. এই গানটির এই জায়গাটা খুব ভালো লাগে " একি সাথে রয়েছি দুজন, একি ডোরে বাধাঁ দুটি প্রান"

    ReplyDelete
  4. এই গানটির এই জায়গাটা খুব ভালো লাগে " একি সাথে রয়েছি দুজন, একি ডোরে বাধাঁ দুটি প্রান"

    ReplyDelete
  5. আমার খুব ভাল লাগার একটি গান।

    Tahsan All Song Lyrics With HD Video and Mp3 Download

    ReplyDelete
  6. It's a amazing & heart touching song.

    ReplyDelete