♪নিকশ কালো এই আধারে স্মৃতিরা শুধু খেলা করে
রয় শুধু নির্জনতা , নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো দেখ আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে ,
বিশ্বাস টুকু দু হাতে আকরে ধরে
কিছু পুরোনো গান , কিছু পুরোনো ছবির এলবাম
এসবি আমার সাথী হয়ে রয়,
কাক ডাকা ভোরে যখন সূর্য ঢোকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়,
আমার এ জগৎ বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যু কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়..... .♫
by niloy ahmed.
রয় শুধু নির্জনতা , নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো দেখ আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে ,
বিশ্বাস টুকু দু হাতে আকরে ধরে
কিছু পুরোনো গান , কিছু পুরোনো ছবির এলবাম
এসবি আমার সাথী হয়ে রয়,
কাক ডাকা ভোরে যখন সূর্য ঢোকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়,
আমার এ জগৎ বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যু কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়..... .♫
by niloy ahmed.
No comments:
Post a Comment